CSS এর ক্লাস (Class) এবং আইডি (Id) এর মধ্যে পার্থক্য কোথায় ? ১। আইডি (Id) হল ইউনিক , একটা এলিমেন্টে কেবল মাত্র একটা আইডি (Id) ব্যাবহার করা যাবে, এবং পুরো কোড জুরে যেকোন আইডি (Id) শুধুমাত্র একবারের জন্যই ব্যাবহার করা যাবে ! ২ । কিন্তু ক্লাস (Class) একটা এলিমেন্টে যত খুশি ক্লাস (Class) ব্যাবহার করা যাবে , এবং একই ক্লাস (Class) যেকোন এলিমেন্টে ব্যাবহার করা যাবে !