Skip to main content

Posts

Showing posts from July, 2018

Why Python ?

Why Python? কেন শিখবেন পাইথন?  বর্তমান সময়ে যে প্রোগ্রামিং ল্যাগুয়েজটার ব্যাপারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হল পাইথন ! প্রো ডেভেলপার থেকে শুরু করে সদ্য প্রোগ্রামিং শুরু করা স্টুডেন্ট সবার মাঝেই পাইথন ঘিরে একটা ভাইব কাজ করছে ! কি এই পাইথন ? কেনই বা এত ভাইব এটা নিয়ে আর কেনই বা শিখবো এই পাইথন?  পাইথন কি? পাইথন হল একটি উচ্চ লেভেলের অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । অর্থাৎ এটি মানুষের জন্য সহজ বোধগম্য ও প্রোগ্রামাররা যেন আরো বেশি ইফেক্টিভ ভাবে প্রোগ্রামিং করতে পারে এবং বাস্তব জগতে এক্সিস্ট (exists) করে এমন ডেটা বা তথ্য (objects) নিয়ে প্রোগ্রামিং করতে পারে তেমই একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । ১৯৯১ সালে গুইডো ভ্যান রস্যিউম এটি প্রথম প্রকাশ করেন এবং এটির নামকরণ করা হয় ব্রিটিশ রম্য অনুষ্ঠান "মন্টি পাইথন ফ্লাইংসারকাসের" নামে হতে । কেন পাইথন নিয়ে এত ভাইব? পাইথন নিয়ে ভাইব হওয়ার কারন অনেক , তার মধ্য থেকে কিছু কারন যেনে নেওয়া যাক চলুন ! ডেভেলপারদের সবচেয়ে বড় কমিউনিটি বেসড ওয়েব সাইট স্টাক-ওভারফ্লো (https://stackoverflow.com/) এর একটি পরিসংখ্যানে সম্প্রতি