Skip to main content

Posts

Showing posts from July, 2017

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ "BrainFuck"

প্রোগ্রামিং এর এই যুগে C,C++,Java,Python এর নাম , প্রোগ্রামিং সম্পর্কে আমাদের যাদের মোটামুটি ধারণা আছে তারা সবাই জানি । কিন্ত এমন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব যেটির নাম হয়তো অনেকেই আগে শোনেন নি ! তো চলুন শুরু করা যাক , BrainFuck ! হ্যাঁ আপনি ঠিকই পড়েছেন এটির নাম হলো 'ব্রেইনফাক' এবং এটি একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।  ১৯৯৩ সালে আরবান মুলার (Urban Müller) নামে এক সুইস পদার্থবিজ্ঞান ছাত্রের হাত ধরেই ব্রেইনফাকের সৃষ্টি । সবচেয়ে মজার বিষয় হল এর কম্পাইলারের সাইজ আধা কিলোবাইটের চেয়েও কম মাত্র ২৪০ বাইট এবং এই প্রোগ্রাম শুধু মাত্র ৮ টি কমান্ড ব্যবহার করে লেখা হয় ! মুলার মূলত সবচেয়ে ছোট কম্পাইলার সৃষ্টির উদ্দেশ্যেই ব্রেইনফাক তৈরি করে । সমস্ত প্রোগ্রামই শুধু মাত্র এই ৮ টি কমান্ড ব্যবহার করেই লেখা হয় । ব্রেইনফাকের  ৮টি কমান্ড ঃ > < [ ] , . + -    চলুন দেখে নিই ব্রেইনফাক দিয়ে লেখা একটি প্রোগ্রাম , ++++++++[>++++[>++>+++>+++>+<<<<-]>+>+>->>+...

এখন সফটওয়্যারেই লেখা যাবে রোগীর প্রেসক্রিপশন !

এত দিন শুধু হাতে লেখেই করা হত রোগীর প্রেস্ক্রিপশন । বিভিন্ন ডাক্তারের হাতের লেখা বিভিন্ন রকম হওয়ার প্রেস্ক্রিপশনে লেখা ওষুধের নাম নিয়ে কম বেশি সবাইকেই ঝামেলাই পড়তে হত , আর এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশি দুই উদ্যোক্তা সৈয়দ তাকশেদ করিম ও জুবায়ের আহমেদ তৈরি করেছেন একটি সফটওয়্যার । যার নাম দিয়েছেন তারা  ইজিপ্রেস ! সফটওয়্যারটি তে বিল্টইন অবস্থাই বিভিন্ন ওষুধের নাম দেওয়া থাকছে যাতে করে চিকিৎসক সহজেই প্রেস্ক্রিপশনে সেটি উল্লেখ করতে পারেন এবং নতুন ওষুধের নাম আপডেটের ব্যবস্থাও থাকছে সফটওয়্যারটিতে । প্রেস্ক্রিপশন তৈরির পাশাপাশি রোগীর সব তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে সফটওয়্যারটিতে ,এতে করে সঠিক রোগ  নির্ণয় ও বিশ্লেষণ করা আরও সহজ হবে চিকিৎসকের জন্য । এরই মধ্যে প্রায় ৪০০ জন চিকিৎসক নিবন্ধন করে এই সফটওয়্যার ব্যবহার করা শুরু করেছেন বলে জানানো হয় প্রথম আলোর অনলাইন পোর্টালে ! আজ ইজিপ্রেস নিয়ে এ পর্যন্তই । অন্য কোন দিব আবারো হাজির হবো এমনই কোন উদ্যোগের কথা নিয়ে , Till then keep learning good things 😊 আশিউজ্জামান রিয়াল  ব্লগার , রিয়ালের ল্যাব  ...