এত দিন শুধু হাতে লেখেই করা হত রোগীর প্রেস্ক্রিপশন । বিভিন্ন ডাক্তারের হাতের লেখা বিভিন্ন রকম হওয়ার প্রেস্ক্রিপশনে লেখা ওষুধের নাম নিয়ে কম বেশি সবাইকেই ঝামেলাই পড়তে হত , আর এই সমস্যার সমাধান করতেই বাংলাদেশি দুই উদ্যোক্তা সৈয়দ তাকশেদ করিম ও জুবায়ের আহমেদ তৈরি করেছেন একটি সফটওয়্যার । যার নাম দিয়েছেন তারা ইজিপ্রেস !
সফটওয়্যারটি তে বিল্টইন অবস্থাই বিভিন্ন ওষুধের নাম দেওয়া থাকছে যাতে করে চিকিৎসক সহজেই প্রেস্ক্রিপশনে সেটি উল্লেখ করতে পারেন এবং নতুন ওষুধের নাম আপডেটের ব্যবস্থাও থাকছে সফটওয়্যারটিতে । প্রেস্ক্রিপশন তৈরির পাশাপাশি রোগীর সব তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকছে সফটওয়্যারটিতে ,এতে করে সঠিক রোগ নির্ণয় ও বিশ্লেষণ করা আরও সহজ হবে চিকিৎসকের জন্য । এরই মধ্যে প্রায় ৪০০ জন চিকিৎসক নিবন্ধন করে এই সফটওয়্যার ব্যবহার করা শুরু করেছেন বলে জানানো হয় প্রথম আলোর অনলাইন পোর্টালে !
আজ ইজিপ্রেস নিয়ে এ পর্যন্তই । অন্য কোন দিব আবারো হাজির হবো এমনই কোন উদ্যোগের কথা নিয়ে , Till then keep learning good things 😊
আশিউজ্জামান রিয়াল
ব্লগার , রিয়ালের ল্যাব
Wow .
ReplyDeletevalo uddog .
Yes ..something new in Bangladesh ..Hope it will make a remark it Bangladesh medical sector :)
Delete
ReplyDeletejhamela hobe
Why? isn't it applicable in practical term?
Deletenice content :)
ReplyDelete