একটি ওয়েব সাইট বা ওয়েব আপ্লিকেশন তৈরীতে মূলত দুই ধরনের ডেভেলপার কাজ করে .
- ফ্রন্টএন্ড ডেভেলপার এবং
- ব্যাকএন্ড ডেভেলপার
আর ব্যাকএন্ড ডেভেলপাররা মূলত লজিক্যাল প্রোগ্রামিং এবং ডেটাবেস রিলেটেড কাজ গুলা করে থাকে। অর্থাৎ ডেমোটাকে জীবন দান করে ! যেমন ফেসবুকে লগইন এর সময় আমরা যে Email, Password অপশন দেখে থাকি সেটা মুলত একটা লে-আউট যেটা ফ্রন্টএন্ড ডেভেলপাররা তৈরী করে আর যখন আমরা ওই লগইন এর Email & password অংশে আমাদের ইমেইল ও পাসওয়ার্ড দিই তখন ডেটাবেজ এর সাথে আমদের Email & password মিলিয়ে ঠিক থাকলে তা আমাদের ফেসবুক প্রোফাইলে নিয়ে যায়, এই কাজগুলাই করে থাকে একজন ব্যাকএন্ড ডেভেলপার।
এখন প্রশ্ন হচ্ছে ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে এত কিছু জানলাম কিন্তু Full stack ডেভেলপমেন্ট নিয়েই তো কিছু জানা হলো না ? মজার ব্যাপারটা হল এই ফ্রন্টএন্ড আর ব্যাকএন্ড মিলেই হচ্ছে Full-Stack ডেভেলপমেন্ট ! মানে যারা এই ফ্রন্টএন্ড এবং ব্যাকএন্ড দুটো নিয়েই কাজ করে তারাই হলো মূলত Full-Stack ডেভেলপার । আশা করি Full-Stack Development নিয়ে একটা ব্যাসিক ধারণা তৈরি হয়েছে সবার মধ্যেই 😊
আজ এ পর্যন্তই ! ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কোন প্রশ্ন বা সাজেশান বা কোন আলোচনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো ।
হ্যাপি কোডিং 😊
আজ এ পর্যন্তই ! ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কোন প্রশ্ন বা সাজেশান বা কোন আলোচনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো ।
হ্যাপি কোডিং 😊
Comments
Post a Comment